Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

২০১১-২০১২ ইং আর্থিক বৎসর

১। মনিপুর রাস্তা হইতে ভায়া কান্দা বাড়ী ভায়া ডয়হার নদীর পাড় পর্যন্ত

রাস্তার রাস্তা নির্মাণ।

২। জল বুরুঙ্গা রাস্তা হইতে দরিবৃ, আনন্দ বাজার পর্যন্ত নতুন রাস্তা ও পূর্ণ নির্মান।

৩। সোহাগী বাজার হইতে ভায়া চরপাড়া ভালুকবেড় পর্যন্ত রাস্তা নির্মাণ।

৪। হাটুলিয়া মোড় বাজার হইতে বাংলা বাজার পর্যন্ত রাস্তার পূর্ণ সংস্কার।

৫। সোহাগী বাজার ড্রেন নির্মান।

৬। সোহাগী বাজার হইতে দেওয়ান বাজার রাস্তার কাচা মাটিয়া ব্রীজ হইতে শুরু করে রাস্তা রাস্তা পূর্ণ সংস্কার।

৭। ভালুকবেড় মোড় হইতে উত্তর পাড়া, ডেগুরাপাড়া, কৃষ্ণপুর, আফানিয়া, নয়া পাড়া রাস্তার পূর্ণ সংস্কার।

৮। সোহাগী বাজার হইতে রুহী গ্রম ভায়া তারাকান্দির রাস্তার পূর্ণ সংস্কার।

৯। দক্ষিন বড় ভাগ, রাম নাথ খীলা, বাংলা বাজার ভায়া তারা কান্দি, দরিবৃ মাদ্রাসা ভায়া আনন্দ বাজার পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মান।

১০। সোহাগী বাজার হইতে বৃ-কাঠালিয়া ভায়া সোহাগী পাড়া, মমরোজপুর, মাইজ হাটি মোড় পর্যন্ত রাস্তার পূর্ণ সংস্কার।

১১। বারইগ্রাম হইতে সোনিয়া কান্দি, মুক্তাপুর পর্যন্ত রাস্তা মেরামত।

২০১২-২০১৩ ইং আর্থিক বৎসর

১। বারইগ্রাম বাজার হইতে সুনিয়া কান্দি মুক্তা পুর ভায়া মাইজহাটি পর্যন্ত পূর্ণ নির্মাণ।

২। কাঠালিয়া হইতে রুহী পর্যন্ত পূর্ণ নির্মাণ।

৩। হাটুলিয়া পশ্চিম পাড়া, জামে মসজিদ হইতে আমদ আলী দফাদার এর বাড়ী হইয়া হাটুলিয়া দাখিল মাদ্রাসার সামন দিয়া আঃ রশিদ প্রিন্সিপাল এর বাড়ী পর্যন্ত পূর্ণ সংস্কার প্রকল্প।

৪। হাটুলিয়া মোড় হইতে বৌদার ঘাট ভায়া চট্রি মনোহরপুর ভায়া দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার মেরামত।

৫। দরুন বড় ভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট।

৬। মমিনপুর রাস্তা হইতে বৃ-কাঠালিয়া, বারইগ্রাম কান্দার বাড়ী ভায়া মমরোজপুর পর্যন্ত রাস্তা মেরামত।

৭। বৃ-কাঠালিয়া ঈদগাহ মাঠে মাটি ভরাট।

৮। বারইগ্রাম ঈদগাহ মাঠে মাটি ভরাট।

৯। বগাপুতা ডিসি রোড হইতে রেলগেট ভায়া কাচামাটিয়া নদীর পাড় পর্যন্ত রাস্তা মেরামত।

১০। কেন্দুয়া ডিসি রাস্তা হইতে হাজী রজব আলীর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

১১। বৃ-কাঠালিয়া হইতে মাইজহাটি বাজার ভায়া মমরোজপুর পর্যন্ত রাস্তা মেরামত।

২০১৩-২০১৪ ইং আর্থিক বৎসর

১। দরিবৃ পাকা রাস্তা হইতে হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ।

২। বগাপুতা রেনু মিয়ার বাড়ী হইতে মন্নান মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ।

৩। মনোহর পুর আলালের বাড়ী হইতে বৌদার ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ।

৪। রামনাথ খিলা হইতে দক্ষিণ বড়ভাগ পর্যন্ত রাস্তা পুণ: নির্মাণ।

 

২০১৪-২০১৫ ইং আর্থিক বৎসর

১। দরুণ বড়ভাগ হইতে বড় পর্যন্ত রাস্তা নির্মাণ। তারাকান্দি দরুণ মোড় হইতে বৌদার ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ।

২। সোহাগী বাজার হইতে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা মেরামত।

৩। সোহাগী বাজার হইতে সাহেবনগর ভায়া চট্রি পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ।

৪। দরুণ বড়ভাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট।

৫। ছোট তারাকান্দি প্রাথামিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট।

২০১৫-২০১৬ ইং আর্থিক বৎসর

১। মমরোজপুর হইতে কাঁচা মাটিয়া নদী পর্যন্ত খালটি পুন:খনন। অত্র খালটি খননের অভাবে অত্র উত্তর অঞ্চলের মমরোজপুর বড়ইবাড়ী, মাসকান্দা, মাইজহাটী, ভালুকবেড়, বগাপুতা সহ গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়।

২। বাঘে দরা বিল হইতে হাটুলিয়া গ্রামের মধ্য দিয়া কাঁচামাটিয়া নদী পর্যন্ত খাল পূর্ণ খনন। উক্ত খাল দিয়া উত্তর অঞ্চলের পানি ঠিকভাবে নিষ্কাষণ না হওয়ায় অত্র এলাকার ২০০ শত একর জমিতে পানি জমে থাকার কারণে জমি গুলোতে আমন ধান হয় না। খালটি খনন করিলে উত্তর অঞ্চলে আমন ধান হওয়ার সম্ভাবনা রহিয়াছে।

৩। পুরিয়া নদী হইতে কাঁচা মাটিয়া নদী পর্যন্ত খাল খনন। দক্ষিণ বড়ভাগ, দরুণ বড়ভাগও হাটুলিয়া হইয়া কাঁচা মাটিয়া নদী পর্যন্ত পুন:খনন প্রয়োজন। উক্ত খাল হইতে সেলোমেশিন দিয়া পানি উঠাইয়া ৫০০ একর জমিতে বোরো ধান চাষ করা হয়। উক্ত খালটি খনন করলে কৃষকেরা সেচের মাধ্যমে বোরো ধান চাষ বেশী করতে পারবে । তাই খালটি খনন করা প্রয়োজন।

৪। দক্ষিণ বড়ভাগ হইতে রামনাথ খিলা পর্যন্ত খাল খনন।

৫। সোহাগী মমরোজপুর রাস্তা পুণ:নির্মাণ।